InBlog Logo

কবিতা

DATE : 2017-07-17 17:13:14
এতো এতো অভিমান বুকে বেঁধে এতোদিন
যে কবি প্রহর গুনেছে তোমার ফেরার!
মেঘের মান ভেঙে যে চিল ভেসেছিলো শুদ্ধবনের বাতাসে অাজ তার অন্তঃসলিল প্রতিক্ষার খরতাপে পোড়ে গেছে অাকাশে।
এমন করে কবে কোন প্রেমিক অপেক্ষা করেছে রাতের পর রাত বলতে পারো মেঘাঙ্গিনী? কবে কোন কবির কবিতা চোখের জলে মুছে গেছে ভালোবাসার প্রবল স্রোতে? অামি তো শুনি -উদাস রাতের বিষাদময় কান্নার শব্দ; বুঝতে পারি চোখ থেকে স্বপ্ন ঝরে পড়ার কষ্ট!
তবুও কেনো অাজ ভালোবাসার কথা বলো?
অামি এখন জেগে থাকার অভিনয় ছেড়ে ঘুমোতে শিখেছি, আড়াল করতে শিখেছি চোখের জল, তবে কেনো এতো এতে প্রেম দাও? ছিঁড়ে ফেলো চক্রবুহ্য পৃথিবীর সব ক্ষয়িষ্ণ সম্ভার!
থাকুক না সারথি কিছু; ঢুলু ঢুলু কিছু নিমগ্নতা। থাকুক কিছু না দেখা স্বপ্নের রাত!


যোশেফ হাবিব

যোশেফ হাবিবের কবিতা

Writer : যোশেফ হাবিব

ভালোবাসায় সাজানো শব্দের নীল আয়োজন