InBlog Logo

অচেনা বন্ধু

DATE : 2017-09-14 03:58:45
অচেনা বন্ধু
তখন শরতের আগমনী দিনে হটাত whatsapp এ মেসেজ এলো hi তুমি কি সুনন্দা। কমলিকা কি করবে না ভেবেই বললো আমি কমলিকা । ওপার থেকে থেকে ক্ষমা প্রার্থনা করেই আপাতত বিদায় হলো। এদিকে কমলিকা তখন পড়ার চাপ সামনেই তার ssc ফাইনাল এবার চাকরীটা পেতেই হবে কত স্বপ্নের ঠিকানা লেখা আছে এই একটা সুযোগের অপেক্ষায়। সমন্তক ওই ভুল করে পাঠানো whatsapp এর কথা ভুলেই গেছে।
ওর চাকরি ছোট বোনের পড়াশুনো বিয়ে একটা মাথা গোজার আস্তানার চিন্তায় তার দিন কেটে যায়।। একটা মালগাড়ির মতো।
ওদিকে কমলিকার মন খারাপ ছোট পিসমসাই আজ একটা রেল দুর্ঘটনায় মারা গেছেন বাড়ির সবাই ব্যস্ত রিয়া কেঁদেই চলেছে ।রিয়া কমলিকার পিস্তত বোন ভালো গান করে নাচ জানে আরো কত কিছু।। কিন্তু কে জানে কি রয়েছে তার ভবিষ্যতে।
এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে কমলিকা whatsapp টা খোলে এদিক ওদিক দেখতে দেখতে সে সমন্তক এর মেসেজ টা দেখে ।।। আর ভাবে একবার reply দিয়ে দেখি।
যেমন ভাবা তেমন কাজ সে লেখে আমি আপনার সঙ্গে একটু কথা বলবো।
সমন্তক অফিসের কাজে তখন ব্যাঙ্গালোরে ভাবলো কে হতে পারে অফিসের কেউ হবে। নিশ্চই সংক্ষেপে বলুন আমি খুব ক্লান্ত ।
কমলিকার হটাৎ একটা পাপ বোধ জেগে ওঠে এখন রাত 11 টা এই সময় মেসেজ তা দেওয়া ঠিক হয়নি।। সে কিছু না বলে ফোনটা বন্ধ করে চার্জ এ বসিয়ে দেয়।।
সমন্তক তাচ্ছিল্য ভোরে ফোন টা খাতে ছুড়ে দিয়ে একটা whiskey নিয়ে বসে।
রিয়া খুব মেধাবী সে যাদবপুর এ পলিটিক্যাল সচিনসে গোল্ড মেডেল পেয়েছে। রিয়ার মন কেঁদে ওঠে বাবা ওর এই সাফল্য দেখে যেতে পারলো না।
একদিন একদিন করে সময় বয়ে চলে তার নিজের টানে।
কমলিকা র সমন্তক নিয়মিত whatsapp এ কথা বলে কত কথা যেন সে কথার শেষ নেই অন্তহীন এক শব্দের বেড়াজাল।
পরবর্তী অংশ ,,,, অচেনা বন্ধু 2 এ দেখুন

Moner Bondhu

Writer : Agent

Moner Bondhu ... Moner kotha bole ... Bondhutto smriti berthota ke joy korte bole... Bachte sekhay ... Bachate sekhay ..