InBlog Logo

বেকার

DATE : 2016-12-29 17:22:15
বেকার
বেকার
কাওছার আহমদ
29-12-2016
বৃহস্পতিবার,,,
জন্ম হয়েছে আমার গ্রামের
এক মধ্যবিত্ত ঘরে,
অভাব অনুঠনের মধ্যে আমার
যায় দিন কেটে।
বড় ভাই, মেজ ভাই ওরা কাজে যায়,
বিনা কারণে ওদের সাথে কথা বলা দায়।
বেকার জীবন কাটাতে আমার
লাগে না আর ভাল,
কোন দিন জানি এই জীবনে
জ্বালবো সুখের আলো।
বেকার বলে বন্ধু বান্ধব
করে আতাল বিতাল,
ক্রোধ হলে বলি আমি
সুযোগে তুলবো হাল।
মধ্যবিত্ত ঘরের ছেলে বলে
থাকবো না কি তলে,
স্বাদ মিটাবো সে দিন
ধরবো হাতে নাতে।
সমাজ করে হাল চাল
বিধাতার এ কি মিচাল,
বিধির বিধান মেনে নিয়ে
বলি,,,,,,
মধ্যবিত্ত পরিবারে থাকবো
অনেক সুখে।।

অধরা কান্না

Writer : কাওছার আহমেদ

Hello